Wednesday 11 November 2015

Components of Google's Ranking Algorithm

Google Page Rank Factors is given in portion in the following above image. You can easily understand it. You can do SEO in your webpage implementing these algorithm and become a seo.

Monday 9 November 2015

On-page optimization:


On-page optimization:
On-page optimization বলতে মূলত web page এর ভিতরের পরিবর্তনকে বুঝায়। HTML code, title, keyword, description, meta tag, content, back link, anchor image, anchor text, brand name anchor ইত্যাদি On-page optimization এর অংশ। ‍Web site এর author নিজে  On-page optimization নিয়ন্ত্রন করতে পারে।Back link যুক্ত করার ক্ষেত্রে উচ্চ PR(page rank) ও নিম্ন Alexa র link যুক্ত করতে হবে।এ ক্ষেত্রে সর্বনিম্ন PR , ৩ হলে ভাল হয়। Wikipidia র link গুলো ব্যবহার করতে পারেন। on-page optimization এর ক্ষেত্রে video যুক্ত করলে SEO ভাল হয়। Mobile support optimization আপনার site এর visitor অনেক বৃদ্ধি করবে।নিয়মিত content update করতে হবে। coments এবং subscribe এর অংশ থাকলে ভাল হয়। facebook like page যুক্ত করতে ভুলবেন না। আপনার ‍Web site এ Affiliate link ‍যুক্ত করতে পারেন। Web site এ terms and condition এর একটি অংশ রাখতে পারেন। contact us যুক্ত করলে আরো ভাল হয়।পরিশেষে একটি কথা মনে রাখবেন , quality of content, quantity of content, quality of link, quantity of link আপনার Web site কে google, yahoo, bing এর top page এ যায়গা করে দিতে যথেষ্ট গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে। আজ এ পয্ন্ত । Off-page optimization নিয়ে পরবর্তী লেখায় আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।

Saturday 7 November 2015

অনলাইনে আউট সোর্সিং: SEO Rank Factor এর সফলতার গোপন রহস্য :

SEO Rank Factor এর সফলতার গোপন রহস্য :


২০১৪ সালে গুগল তার Rank Factor প্রকাশ করে। Google এর top page এ আসার পিছনে যে কারণ গুলো বিদ্যমান, তা গুগল অত্যন্ত চমৎকার ভাবে দেখিয়ে দেয়।গুগলে প্রকাশিত Rank Factor গুলোর একটি তালিকা নিচে দেওয়া হল-
 ১. User signals: visitor দের site এ ধরে রাখা।আপনার web page এ visitor না থাকলে আপনার site টি মূল্যহীন হয়ে পড়বে। তাই visitor দের সংখ্যা বাড়াতে হলে আপনাকে অবশ্যই ভাল মানসম্মত লেখা প্রকাশ করতে হবে।মনে রাখবেন User রা হল আপনার site এর প্রান। ‍
২. Social Book marking: visitor আনতে হলে আপনাকে site এর প্রচারণা চালিয়ে যেতে হবে।অর্থাৎ Facebook, Twitter, Google+ ইত্যাদি সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে নিয়মিত link দিতে হবে।

৩. Back links: ‍SEO এর ক্ষেত্রে Back links অত্যন্ত গুরুত্ব পূর্ণ।যত বেশি পারুণ আপনার web page এ Back links দিন।মনে রাখবেন, ভাল PR এর Back links আপনার web page এর গুরুত্ব বাড়াবে।কমপক্ষে ৪/৫ PR এর ‍ Back links দিবেন।  
৪. On page(technical): Title, Keywards, description, content, back link, ‍anchor text, anchor image, video এই ৮ টি বিষয় মানসম্মত হলে আপনাকে কেউ আর আটকাতে পারবে না।আপনি নিশ্চিত Google Top page এ আসবেন, তাতে কোন সন্দেহ নেই।
৫. On page(content): এ বিষয়টি যদিও ৪ নম্বরে আলোচনা করেছি, তথাপি একটি বিষয় হল প্রথম কয়েক লাইনে Keyward এর পুনরাবৃত্তি করবেন। এতে করে ‍search engine আপনার পেজটি দ্রুত খুজে পাবে।content এর মধ্যে বেশি বেশি anchor text ব্যবহার কেরবেন।  
৬. Anchor portfolio : এ বিষয়টিও উপরে আলোচিত হয়েছে। আবারও বলি- ‍anchor text, anchor image আপনাকে নিয়ে যেতে অসাধারণ ভূমিকা রাখবে।   
৭. Mega social signal : সামাজিক যোগাযোগের মাধ্যম Facebook, Twitter, Google+ ছাড়াও froum posting, comments যা কিনা বিশাল ক্ষেত্র তৈরি করবে যেটাকে এখানে Mega social signal হিসেবে উল্লেখ্য করা হয়েছে।
৮. Lots of traffic: web page এর ব্যাপক trafficking করতে হবে link building, fourm posting এর মাধ্যমে।
৯. Click-through rate: ad click, page click এর rate যত বেশি হবে। web page এর চাহিদা তত বাড়বে।
এ বিষয় গুলি ছাড়াও আরো ১ টি গুরুত্ব পূ্র্ণ বিষয় যা ২০১৫ সালে Rangk factor এ শীর্ষ স্থান লাভ করে তা হল Brand Recognition। ভাল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নামের সাথে মিল রেথে সামান্য পরিবর্তণ আনলে আপনার web page ঐ পেজ গুলোর search result এর সাথে প্রদর্শিত হওয়ার সম্ভাবনা রয়েছে।কিছুই কিন্তু আর গোপন থাকল না। হা…হা..হা…. 

Monday 2 November 2015

অনলাইনে আউট সোর্সিং: Affiliate marketing খেকে আয়:আপনার নিজস্ব কোন Prod...

অনলাইনে আউট সোর্সিং: Affiliate marketing খেকে আয়:আপনার নিজস্ব কোন Prod...: Affiliate marketing খেকে আয়: আপনার নিজস্ব কোন Product থাকার প্রয়োজন নেই।আপনি শুধু affiliated link নেবেন যে কারো কাছ থেকে যার একটি Product ...

Sunday 1 November 2015


Affiliate marketing খেকে আয়:

আপনার নিজস্ব কোন Product থাকার প্রয়োজন নেই।আপনি শুধু affiliated link নেবেন যে কারো কাছ থেকে যার একটি Product রয়েছে (video, e-book,movie ইত্যাদি)এবং একটি affiliate link রয়েছে। আপননি যখন তার affiliate link টি share করবেন এবং অন্য কেউ যখন ঐ link খেকে কিছু download বা ক্রয় করবে, link এর
owner জানতে পারবে যে আপনার link থেকে এটি sell হয়েছে । আপনি তার কাছ থেকে কমিশন পাবেন । এ কমিষন 50% কিংবা 35% ও হতে পারে । অথবা owner আপনাকে যা দেয় । facebook, twitter ads বা followers দের সাথে share করে , email list করে বা blog এ review article প্রকাশ করে তার নিচে affiliate link দিতে পারেন । আপনার blog site বা website এ যখন কোন affiliate company এর link এ visitors ক্লিক করে company সাথে সাথে তা জানতে পারে । এ ভাবে নিজস্ব পন্য ছাড়াও কেনা বেচা করে internet থেকে আয় করতে পারেন।<p><a href="http://www.esyndicat.com/product/church-directory-software.html">Church directory php</a></p>

Twitter এর মাধ্যমে আয়:

Twitter কে আপনি facebook এর ন্যায় Trafficking এ ব্যবহার করতে পারেন। যদি আপনার একটি বড় profile থেকে থাকে। তবে আপনি twitter কে affiliate marketing এর কাজে ব্যবহার করতে পারেন।বিজ্ঞাপন প্রচারে, website back link এর জন্য twitter ব্যবহার করতে পারেন। twitter এ ad যুক্ত করতে https:\\ads.twitter.com/ লিংকটিতে যান। twitter এ অসংখ্য follower এর মাধ্যমে আপনার সাইট এর প্রচারের প্রসার ঘটাতে পারেন।