Saturday 7 November 2015

অনলাইনে আউট সোর্সিং: SEO Rank Factor এর সফলতার গোপন রহস্য :

SEO Rank Factor এর সফলতার গোপন রহস্য :


২০১৪ সালে গুগল তার Rank Factor প্রকাশ করে। Google এর top page এ আসার পিছনে যে কারণ গুলো বিদ্যমান, তা গুগল অত্যন্ত চমৎকার ভাবে দেখিয়ে দেয়।গুগলে প্রকাশিত Rank Factor গুলোর একটি তালিকা নিচে দেওয়া হল-
 ১. User signals: visitor দের site এ ধরে রাখা।আপনার web page এ visitor না থাকলে আপনার site টি মূল্যহীন হয়ে পড়বে। তাই visitor দের সংখ্যা বাড়াতে হলে আপনাকে অবশ্যই ভাল মানসম্মত লেখা প্রকাশ করতে হবে।মনে রাখবেন User রা হল আপনার site এর প্রান। ‍
২. Social Book marking: visitor আনতে হলে আপনাকে site এর প্রচারণা চালিয়ে যেতে হবে।অর্থাৎ Facebook, Twitter, Google+ ইত্যাদি সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে নিয়মিত link দিতে হবে।

৩. Back links: ‍SEO এর ক্ষেত্রে Back links অত্যন্ত গুরুত্ব পূর্ণ।যত বেশি পারুণ আপনার web page এ Back links দিন।মনে রাখবেন, ভাল PR এর Back links আপনার web page এর গুরুত্ব বাড়াবে।কমপক্ষে ৪/৫ PR এর ‍ Back links দিবেন।  
৪. On page(technical): Title, Keywards, description, content, back link, ‍anchor text, anchor image, video এই ৮ টি বিষয় মানসম্মত হলে আপনাকে কেউ আর আটকাতে পারবে না।আপনি নিশ্চিত Google Top page এ আসবেন, তাতে কোন সন্দেহ নেই।
৫. On page(content): এ বিষয়টি যদিও ৪ নম্বরে আলোচনা করেছি, তথাপি একটি বিষয় হল প্রথম কয়েক লাইনে Keyward এর পুনরাবৃত্তি করবেন। এতে করে ‍search engine আপনার পেজটি দ্রুত খুজে পাবে।content এর মধ্যে বেশি বেশি anchor text ব্যবহার কেরবেন।  
৬. Anchor portfolio : এ বিষয়টিও উপরে আলোচিত হয়েছে। আবারও বলি- ‍anchor text, anchor image আপনাকে নিয়ে যেতে অসাধারণ ভূমিকা রাখবে।   
৭. Mega social signal : সামাজিক যোগাযোগের মাধ্যম Facebook, Twitter, Google+ ছাড়াও froum posting, comments যা কিনা বিশাল ক্ষেত্র তৈরি করবে যেটাকে এখানে Mega social signal হিসেবে উল্লেখ্য করা হয়েছে।
৮. Lots of traffic: web page এর ব্যাপক trafficking করতে হবে link building, fourm posting এর মাধ্যমে।
৯. Click-through rate: ad click, page click এর rate যত বেশি হবে। web page এর চাহিদা তত বাড়বে।
এ বিষয় গুলি ছাড়াও আরো ১ টি গুরুত্ব পূ্র্ণ বিষয় যা ২০১৫ সালে Rangk factor এ শীর্ষ স্থান লাভ করে তা হল Brand Recognition। ভাল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নামের সাথে মিল রেথে সামান্য পরিবর্তণ আনলে আপনার web page ঐ পেজ গুলোর search result এর সাথে প্রদর্শিত হওয়ার সম্ভাবনা রয়েছে।কিছুই কিন্তু আর গোপন থাকল না। হা…হা..হা….