Monday 9 November 2015

On-page optimization:


On-page optimization:
On-page optimization বলতে মূলত web page এর ভিতরের পরিবর্তনকে বুঝায়। HTML code, title, keyword, description, meta tag, content, back link, anchor image, anchor text, brand name anchor ইত্যাদি On-page optimization এর অংশ। ‍Web site এর author নিজে  On-page optimization নিয়ন্ত্রন করতে পারে।Back link যুক্ত করার ক্ষেত্রে উচ্চ PR(page rank) ও নিম্ন Alexa র link যুক্ত করতে হবে।এ ক্ষেত্রে সর্বনিম্ন PR , ৩ হলে ভাল হয়। Wikipidia র link গুলো ব্যবহার করতে পারেন। on-page optimization এর ক্ষেত্রে video যুক্ত করলে SEO ভাল হয়। Mobile support optimization আপনার site এর visitor অনেক বৃদ্ধি করবে।নিয়মিত content update করতে হবে। coments এবং subscribe এর অংশ থাকলে ভাল হয়। facebook like page যুক্ত করতে ভুলবেন না। আপনার ‍Web site এ Affiliate link ‍যুক্ত করতে পারেন। Web site এ terms and condition এর একটি অংশ রাখতে পারেন। contact us যুক্ত করলে আরো ভাল হয়।পরিশেষে একটি কথা মনে রাখবেন , quality of content, quantity of content, quality of link, quantity of link আপনার Web site কে google, yahoo, bing এর top page এ যায়গা করে দিতে যথেষ্ট গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে। আজ এ পয্ন্ত । Off-page optimization নিয়ে পরবর্তী লেখায় আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।