Saturday 31 October 2015


Search Engine Optimizing (SEO)থেকে উপার্জণ:

Search Engine এ মোটা হরফে প্রদর্শিত প্রথম লাইন Title । এ অংশটিতে 60 টি Character এর বেশি লেখা যাবে না।Title অবশ্যই<h></h> tag এ লিখতে হবে ।
Title এর নিচে যে সবুজ লেখা থাকে সেটিই হল Page Address।এটি স্বয়ংক্রিয়ভাবে title থেকে গৃহিত হয় । Keywards Research Tools এর সাহায্যে most visited keywards selection করতে হবে । Long tailed keyword কে গুগল প্রাধান্য দেয়।main keyword হবে ২-৪ টি।keyword অবশ্যই Content related হতে হবে । Description-এ 145 characters হবে ।
Description তৃতীয় লাইনে প্রদর্শিত হয় কাল হরফে । Description পড়ে visitor রা title এ ক্লিক করে ।
Google image search, website searching এর ক্ষেত্রে image কে গুরুত্ব দেয় বেশি । তবে duplicate image এর থেকে নিজস্ব image ব্যবহার করা ভাল । Google Search Engine, web search এর ক্ষেত্রে video কে অধিক গুরুত্ব দেয় । youtube থেকে video download করে তা web page এ upload করতে পারেন । Content এর ১ম লাইনে Description নিয়ে এলে Search Engine আপনার web page সহজে খুজে পাবে । 300-500 word content এ ব্যবহার করতে হবে । keywards মাঝে মাঝে লাইনের ভিতরে উল্লেখ করতে হবে । Back link দিতে হবে যত বেশি পারা যায় । Anchor Text ব্যবহার করলে আরও ভাল হয় । সর্বোপরি web page নিয়মিত আপডেট করতে হবে ।নিয়মিত লিখতে হবে । Visitor বাড়াতে হলে facebook, twitter, wordpress, google main page, বিভিন্ন forum এ web page share করতে হবে । এ ভাবে আপনি একজন দক্ষ Search Engine Optimizer হতে পারেন।

No comments:

Post a Comment