Saturday 31 October 2015

Facebook থেকে আয়:

আপনি কি জানেন facebook যা আপনি প্রতিদিন ব্যবহার করছেন, সেখান থেকেও আয় করতে পারেন।অনেকেই facebook কে তাদের বাজার সম্প্রচার, প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করে। আপনার বাণিজ্যিক উদ্দেশ্যে আপনি Facebook ad ব্যবহার করতে পারেন।
আপনি শুধু https://www.facebook.com/advertising ads তৈরি করুন এবং কি পরিমাণ বিনিয়োগ করবেন তা নির্ধারণ করুন্।আপনি আ্পানার Website এর trafficking করতে পারেন Facebook এ ।আপনার Facebook পেজে প্রচুর like পাচ্ছেন । আসলে এই like গুলোই আপনারPage এর trafficking ।আপনি এই বিশাল trafficking কে আপনার Website এ নিয়ে আসতে পারেন ।আপনার Website এর জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারেন।


No comments:

Post a Comment